আজ ১৮/০১/২০২২খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ১১:০০ টায় বাংলাদেশ রাবার বোর্ডের উদ্যোগে প্রাকৃতিক রাবার ও রাবার ভিত্তিক শিল্প পণ্য নিয়ে একটি মেলার আয়োজন উপলক্ষে বাংলাদেশ রাবার বোর্ডের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রাবার বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবার বোর্ডের সচিব (অঃ দাঃ) জনাব বিদর্শী সম্বৌধি চাকমা। সভায় বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম-এর প্রতিনিধি হিসেবে জনাব শরীফ উল্যাহ সিনিয়র সহকারী কমিশনার), জেলা প্রশাসক, চট্টগ্রাম-এর প্রতিনিধি হিসেবে জনাব আশরাফুল হাসান (সিনিয়র সহকারী কমিশনার);ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ- এর প্রতিনিধি হিসেবে জনাব সঞ্জয় সরকার (পুলিশ সুপার); চেয়ারম্যান, বিএফআইডিসি, ঢাকা- এর প্রতিনিধি হিসেবে জনাব মোঃ আজিজ উদ্দিন রায়হান (সহকারী প্রকৌশলী); পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর প্রতিনিধি হিসেবে জনাব মোঃ আমিনুল ইসলাম (পুলিশ পরিদর্শক); প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন- এর প্রতিনিধি হিসেবে জনাব মঈনুল হোসেন আলী চৌধুরী (বনায়ন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা); পরিচালক, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম- এর প্রতিনিধি হিসেবে জনাব ড. মোঃ মাহবুবুর রহমান (বিভাগীয় কর্মকর্তা); আঞ্চলিক পরিচালক, বিসিক আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম- এর প্রতিনিধি হিসেবে জনাব হাসান আসিফ চৌধুরী (বিশেষজ্ঞ); সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম-এর প্রতিনিধি হিসেবে জনাব নুরুল আবছার চৌধুরী,; সভাপতি, চিটাগাং উইমেন চেম্বারস অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম- এর প্রতিনিধি হিসেবে জনাব রেবেকা নাছরীন (পরিচালক); চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদ, ঢাকা- এর প্রতিনিধি হিসেবে জনাব মোরশেদুল আলম কাদেরী (পরিচালক) এবং বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ কামাল উদ্দিন-সহ রাবার বোর্ডের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি জুম প্লাটফর্মের মাধ্যমে বাংলাদেশ চা সংসদের সভাপতি জনাব মোঃ শাহ আলম এবং বাংলাদেশ রাবার শিল্প মালিক সমিতির পক্ষে জনাব শাহ আব্দুল খালেক সভায় সংযুক্ত থাকেন। উক্ত সভায় সভাপতি মহোদয় রাবার খাত বা রাবার শিল্পের উন্নয়নের জন্য রাবার সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে প্রাকৃতিক রাবার ও রাবার ভিত্তিক শিল্প পণ্যের মেলা আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। সভার বিস্তারিত আলোচনান্তে কোভিড-১৯ এর ধারাবাহিক রূপ ওমিক্রন পরিস্থিতি বিবেচনায় আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাসের শেষভাগে উপযুক্ত ভেন্যু নির্ধারন করে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এই মেলায় অংশগ্রহনের জন্য বাংলাদেশ রাবার বোর্ডের প্রধান কার্যালয়, ষোলশহর, চট্টগ্রামের সাথে যোগাযোগ করত আবেদন ফরম সংগ্রহ করে ১লা ফেব্রুয়ারি হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়।